মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর-
Wellcome to National Portal



Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd মার্চ ২০১৬

ইতিহাস

বোর্ডের সংক্ষিপ্ত ইতিহাস

১৯৬১ সালের 'তদানিন্তন ইস্ট পাকিস্তান ইন্টারমিডিয়েট এন্ড সেকেন্ডারী এডুকেশর অর্ডিনেন্স নং- XXXIII এবং পরবর্তীতে ৩০/০৯/১৯৬৯ তারিখে ৭২৬- শিক্ষা নং সরকারী আদেশে ১৯৬৩ সালের অক্টোবর মাসে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড স্থাপিত হয়।

 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা সম্প্রসারণ, শিক্ষার মান উন্নয়ন ও নিয়ন্ত্রণ, স্কূল-কলেজের স্বীকৃতি নবায়ন, নির্ধারিত সময়ে জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষা গ্রহণ, ফল প্রকাশ এবং উত্তীর্ণ পরীক্ষার্থীদের মাঝে একাডেমিক ট্রান্সক্রীপ্ট ও সার্টিফিকেট বিতরণ বোর্ডের মূখ্য উদ্দেশ্য।          

তত্কালীন খুলনা বিভাগের ৪টি জেলা যথা: যশোর, খূলনা, কুষ্টিয়া ও বরিশাল জেলার সর্বমোট ৫০৮ টি মাধ্যমিক বিদ্যালয় এবং ২০ টি কলেজ নিয়ে ১৯৬৩ সালে যশোর শিক্ষা বোর্ডের কার্যক্রম শুরু হয়। ১৯৯৯ সালে বরিশালে পৃথক বোর্ড স্থাপিত হলে বরিশাল বিভাগের বর্তমান ৬ টি জেলা বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, ভোলা, পটুয়াখালী, বরগুনা- বরিশাল বোর্ডের অন্তর্ভুক্ত হয়। যশোর বোর্ডের আওতায় থাকে খুলনা বিভাগের খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর, মাগুরা, নড়াইল সহ ১০ টি জেলা।  বর্তমানে বোর্ড খুলনা বিভাগের ১০ টি জেলার জুনিয়র, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা কার্যক্রম প্রতিনিধিত্ব করছে।

যশোর শিক্ষা বোর্ড স্থাপিত হওয়ার প্রারম্ভিক সময়ে বোর্ডের নিজস্ব কোন ভবন না থাকায় তত্কালীন জুনিয়র টিচার্স ট্রেনিং কলেজ, যশোর এর হোস্টেল ভবনে বোর্ডের প্রাথমিক কার্যক্রম শুরু হয়। বোর্ড সৃষ্টি হওয়ার সময়ে এর নাম ছিল " মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, খুলনা বিভাগ, যশোর"। অবশ্য ১৯৬৫ সালে এ বোর্ডের নাম পরিবর্তিত করে রাখা হয় "মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর" । বোর্ডের প্রথম চেয়ারম্যান ছিলেন ড: আবদুল হক। তারই ঐকান্তিক চেষ্টায় যশোর শিক্ষা বোর্ড জেলা প্রশাসন হতে জমি অধিগ্রহণের মাধ্যমে যশোর উপশহর এলাকায় ৮.২০ একর জমি বরাদ্ধ করা হয়। সেখানে বোর্ডের নিজস্ব অফিস ভবন নির্মান সম্পন্ন হলে ১৯৬৮ সালে নিজস্ব ভবনে বোর্ডের অফিস স্থানান্তরীত হয়। বর্তমান এই বোর্ডে রয়েছে একটি সুরম্য ত্রিতল প্রশাসনিক ভবন-১, সাততলা প্রশাসনিক ভবন-২, সোনালী ব্যাংক বি আই এস ই শাখা,  একটি আধুনিক ক্যাফেটারিয়া/ক্যান্টিন, একটি ডাকঘর, একটি দ্বিতল রেস্ট হাউজ, একটি ৩৬৫ কে.ভি.এ সাব স্টেশন, বোর্ডের শপিং কমপ্লেক্স, চেয়ারম্যান-বাংলো, অফিসাস্ কোয়ার্টার ও শহরের প্রাণকেন্দ্রে বোর্ডের নিজস্ব ২.০০ একর জমিতে নিজস্ব অর্থায়নে নির্মিত ও পরিচালিত যশোর শিক্ষা বোর্ড মডেল স্কুল এন্ড কলেজ। 

১৯৯৪ সাল হতে শিক্ষা বোর্ড সমূহের পরীক্ষার ফলাফল কার্যক্রম কমপিউটারাইজড করা হয়েছে। ১৯৯৫ সাল হতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, বৃত্তি তালিকা, নিবন্ধন, প্রবেশপত্র ইত্যাদি বোর্ডের  কমপিউটার কেন্দ্রের মাধ্যমে প্রস্তুত করা হচ্ছে।   

শিক্ষাক্রমের পাশাপাশি সহ শিক্ষাক্রম কর্মসূচী যেমন খেলাধুলার মানোন্নয়ন, স্কাউটিং, গার্লস গাইড, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা সপ্তাহ,  রোভার স্কাউটস, রেঞ্জার ইত্যাদি কার্যক্রম সম্প্রসারণ প্রক্রিয়া বোর্ড অব্যাহত রেখেছে।  উক্ত কার্যক্রমের মাধ্যমে আদায়ক্রত ফিসের শেয়ারমানি আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে প্রদান করে এ বোর্ড শিক্ষা কার্যক্রম সম্প্রসারণে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।   

 নিয়মিত যশোর বোর্ডের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ